দ্য নিউ ইয়র্ক টাইমস

১৪ হাজার কর্মী ছাঁটাই করবে জেনারেল মোটরস

ব্যয় কমাতে সোমবার (২৬ নভেম্বর) উত্তর আমেরিকায় অবস্থিত পাঁচটি কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস। একইসঙ্গে কারখানাগুলোর ১৪ হাজার কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতা
সোমবার জেনারেল মোটরস কর্তৃপক্ষ জানায়, ওহাইও, মিশিগান, মেরিল্যান্ড ও অন্তারিওর কারখানা ২০১৯ সালে বন্ধ করে দেওয়া হবে। আর আগামী বছরের শেষ নাগাদ বন্ধ করা হবে উত্তর আমেরিকার বাইরের দুইটি কারখানার কার্যক্রম।

ফোর্ড মোটরের পর এবার জেনারেল মোটরসও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ায় দুঃখ পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনারেল মোটরস-এর প্রধান নির্বাহী ম্যারি টি. বারাকে ইঙ্গিত করে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি এবং বাস্তবতা বোঝানোর চেষ্টা করেছি। তিনি যা করেছেন তাতে আমি খুশি হতে পারিনি।’

এক দশক আগে জেনারেল মোটরস-কে দেউরিয়াত্ব থেকে উদ্ধার করার প্রসঙ্গও টেনে আনেন ট্রাম্প। তিনি বলেন, ‘আপনারা জানেন, যুক্তরাষ্ট্র জেনারেল মোটরস-কে বাঁচিয়েছিল।’