গালফ টাইমস

দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে কাতারের আমির ও মাহাথিরের বৈঠক

দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে মালয়েশিয়ায় সফর করছেন কাতারি আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বুধবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরে পৌঁছেছেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস।

গালফ টাইমসের প্রথম পাতা
বুধবার কাতারের আমির হামাদ আল থানি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহ, মালয়েশিয়ায় নিযুক্ত কাতারি দূত ফাহাদ মোহাম্মদ কাফুদ ও কাতারি দূতাবাসের কর্মীরা। বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

বুধবার মালয়েশীয় পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে কাতারি আমির ও মাহাথিরের বৈঠককে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার অসাধারণ সুযোগ বলে আখ্যা দেওয়া হয়। গত মে মাসে মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দুই নেতার মধ্যে এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।