আনাদোলু পোস্ট

২০১৮ সালে আটক হয়েছে ২৫০০০০ অভিবাসী: তুরস্ক

চলতি বছর তুরস্কে আড়াই লাখেরও বেশি অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তুরস্ক। সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোয়লু জানান, এখন পর্যন্ত ২০১৮ সালে ২ লাখ ৫১ হাজার ৭৯৪ জন অভিবাসীকে আটক করা হয়েছে।   

anadolu post

 

মরক্কোতে অভিবাসনের বৈশ্বিক প্রভাব বিষয়ক আন্তজার্তিক সম্মেলনে তিনি বলেন, ‘গত বছরের চেয়ে এই বছরের ১১ মাসে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫৬ শতাংশ।’ তিনি আরও বলেন, তুরস্ক আরও ৫৩ হাজার ৮৬০ জন অভিবাসীকে ফেরত পাঠিয়েছে এবং ৫ হাজারা ৫২২ জন পাচারকারীকে আটক করেছে।

সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর ইউরোপে পালানোর ক্ষেত্রে তুরস্ককেই প্রধান পথ হিসেবে ব্যবহার করে শরণার্থীরা। ২০১৭ সালে আটক অভিবাসীদের মধ্যে বেশিরভাগই পাকিস্তানি, আফগান ও সিরীয়।

বক্তব্যে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ৩৬ লাখ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছেন। প্রতি বছর ৯ লাখ ১৬ হাজার জনের কাছে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছেন তারা।

সিরীয় সংকট শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩২ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছে তুরস্ক।