দ্য হিমালয়ান টাইমস

নেপালে মেলামচি প্রকল্প থেকে সরে আসার ঘোষণা ইতালীয় কোম্পানির

নেপালে ‘মেলামচি সুপেয় পানি প্রকল্পের’ ভবিষ্যত আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রকল্পটির বাস্তবায়নের কাজে নিয়োজিত ইতালীয় ঠিকাদার কোম্পানি আর্থিক স্বল্পতার কথা জানিয়ে নির্মাণ কাজ থেকে সরে আসার সিদ্ধান্ত ঘোষণা করেছে। রবিবার (১৬ ডিসেম্বর) নেপাল সরকারকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি দিয়েছে তারা। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে নেপালি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস।

দ্য হিমালয়ান টাইমসের প্রথম পাতা
দীর্ঘ বিলম্বিত ‘মেলামচি সুপেয় পানি প্রকল্প’ বাস্তবায়নের কাজ শুরু করেছিল ইতালীয় কোম্পানি কো-অপারেটিভা মুরাতোরি ই সিমেনতিস্তি (সিএমসি) দি রাভেন্না। রবিবার প্রতিষ্ঠানটির নেপালি প্রতিনিধিরা প্রকল্প অপিস ঘুরে দেখেন। এরপর সরকারকে তারা লিখিতভাবে জানান যে, এ প্রকল্প তারা আর চালিয়ে নিতে পারছেন না। তবে নেপাল সরকার তাদের সে প্রস্তাব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।

নেপালের পানি সরবরাহবিসয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শঙ্কর প্রসাদ সুবেদি বলেন, তহবিল স্বল্পতার কতা বলে সিএমসি প্রকল্পটির নির্মাণ কাজ থেকে সরে দাঁড়াতে চাইছে। এ ইস্যুতে কী পদক্ষেপ নেওয়া হবে তা এখনও ঠিক করেনি মন্ত্রণালয়। তবে এমন কোনও পদক্ষেপ নেওয়া হবে যেন যেকোনওভাবেই হোক কোম্পানিটি কাজ শেষ করে।

শঙ্কর প্রসাদ আরও বলেন, সময়মতো প্রকল্পটির কাজ শেষ করার ব্যাপারে সরকার বদ্ধপরিকর।