আনাদোলু পোস্ট

জাতিসংঘের কাছে ন্যায়বিচার আশা করবেন না: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন জাতিসংঘের কাছ থেকে ন্যায়বিচার আশা করা উচিত না। বুধবার দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পরিষদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

আনাদোলু পোস্ট

এরদেয়ান বলেন, জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদ থেকে ন্যায়বিচার আশা করবেন না, খুঁজতে যাবেন না। এমন কিছুই সেখানে নেই। তিনি বলেন, নিরাপত্তা পরিষদে মুসলিমরা তাদের সমস্যা ও আন্তর্জাতিক সংকট নিয়ে কথা বলার অধিকার পান না।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, বিশ্বে ১৭০ কোটি মুসলমান রয়েছে কিন্তু নিরাপত্তা পরিষদের কোনও সদস্যই মুসলিম রাষ্ট্র নয়। এখানেই তো অনিয়ম।

এজন্য জাতিসংঘে সংস্কার চান উল্লেখ করে তিনি বলেন, পৃথিবী এই পাঁচটি দেশের চেয়ে অনেক বড়। এই স্লোগানেই তিনি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন।