দ্য টাইমস অব ইন্ডিয়া

ঋণ মওকুফ নিয়ে কৃষকদের সঙ্গে প্রতারণা করছে কংগ্রেস: মোদি

বিরোধী দল কংগ্রেস ঋণ মওকুফ নিয়ে কৃষকদের মিথ্যা আশ্বাস দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ আশ্বাসকে ‘ললিপপ’ উল্লেখ করে কংগ্রেসকে ললিপপ কোম্পানি আখ্যা দিয়েছেন তিনি। বলেছেন, কংগ্রেস কৃষকদের সঙ্গে প্রতারণা করছে। শনিবার (২৯ ডিসেম্বর) গাজিপুরে এক সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন মোদি। রবিবার (৩০ ডিসেম্বর) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা
কৃষিঋণ মওকুফ নিয়ে উত্তপ্ত রয়েছে ভারতের রাজনৈতিক ময়দান। তিন হেভিওয়েট রাজ্যে ক্ষমতায় ফিরেই কৃষিঋণ মকুব করেছেন রাহুল গান্ধীরা। এমনকি, কৃষকদরদী ভাবমূর্তি দেখা গিয়েছে রাজস্থান, আসামের মতো কয়েকটি বিজেপি শাসিত রাজ্যেও। দেশে কৃষিঋণ মওকুফ না করলে ‘মোদিকে শান্তিতে ঘুমোতে দেব না’ বলে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। এবার সেই কৃষিঋণ ইস্যুতেই কংগ্রেসকে কটাক্ষ করলেন মোদি।

কংগ্রসকে ‘ললিপপ কোম্পানি’ আখ্যা দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষিঋণ মুকুবের পরিবর্তে চাষীদের হাতে ললিপপ তুলে দিচ্ছে কংগ্রেস৷ কর্ণাটকে ক্ষমতায় আসার পর ৬-৭ মাস কেটে গিয়েছে৷ কিন্তু মাত্র ৮০০ জন কৃষকের ঋণ মওকুফ হয়েছে৷’