দ্য হিন্দু

ভারত-পাকিস্তানের বেসামরিক বন্দি বিনিময়ের উদ্যোগ

কারাদণ্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রায় ৮০ জন পাকিস্তানি নাগরিককে ফেরত নিতে ইসলামাবাদকে প্রস্তাব দিয়েছে ভারত। নতুন বছরের প্রথম দিনে দুই দেশের বন্দি তালিকা বিনিময়ের সময় এই প্রস্তাব দিয়েছে ভারত। ভারতের তরফে ২৪৯ জন পাকিস্তানি কারাবন্দি ও ৯৮ জন জেলের তালিকা হস্তান্তর করেছে। অপরদিকে পাকিস্তান তাদের কারাগারে থাকা ৫৪ জন বেসামরিক ও ৪৩৮ জন জেলের তালিকা ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে। বুধবার এই খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু।noname

ভারতের পররাষ্ট্র দফতরের বিবৃতিকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, ভারতে কারাদণ্ডের মেয়াদ পূর্ণ করা ৮০ জন বন্দি পাকিস্তানের তরফে নাগরিকত্ব নিশ্চিতের অপেক্ষায় রয়েছে।

দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, পাকিস্তানে থাকা ভারতীয় মোট বন্দির বাইরে নাগরিকত্ব নিশ্চত হওয়া ১৭ বেসামরিক ব্যক্তি ও ৩৬৯জন ভারতীয় জেলেকে মুক্তি দিতে ইসলামাবাদকে আহ্বান জানিয়েছে দিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, পুর্নগঠিত যৌথ বিচারিক কমিটি এবং চিকিৎসকদের একটি দল পাকিস্তান সফর করে বয়স্ক ও মানসিকভাবে বিপর্যস্ত ভারতীয় বন্দিদের সহায়তা দেবে।