আনাদোলু পোস্ট

বোল্টনের বক্তব্যের সমালোচনা এরদোয়ানের

সিরিয়ায় তুর্কি বাহিনীর অভিযান নিয়ে মার্কিন নিরাপত্তা পরামর্শক জন বোল্টনের বক্তব্যের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বোল্টনের অভিযোগ সিরিয়ায় শুধু ‍কুর্দিদের লক্ষ্য করে হামলা করছে তুরস্ক।

Capture

এরদোয়ান বলেন, ইসরায়েলে জন বোল্টনের দেওয়া বক্তব্য কোনভাবেই গ্রহণযোগ্য নয়। কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের অভিযানের অভিযোগ অসম্মানজনক, কুৎসিত ও মানহানিকর।

এর আগে রবিবার বোল্টন বলেছিলেন, সিরিয়ার উত্তর-পূর্বঞ্চল থেকে তুর্কি সেনারা কুর্দিদের আক্রমণ না করার প্রতিশ্রুতি দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করবে না।

তুরস্কের দাবি, তারা সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে লক্ষ্য করেছে। ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত দুইটি সফল অভিযানও পরিচালনা করা হয়েছে।

বোল্টনের সমালোচনা করে প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, তার বক্তব্য অযৌক্তিক। কারণ তারা আইএস ও পিকেকের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছেন।

এরদোয়ান বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাস দমনে দৃঢ় প্রতিজ্ঞ তুরস্ক।