দ্য গার্ডিয়ান

ব্রেক্সিট বিলম্বিত করতে প্রস্তুত ইইউ, চুক্তি পাসের চেষ্টায় থেরেসা

ব্রেক্সিটের সময়সীমা অন্তত জুলাই পর্যন্ত বাড়াতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আর পার্লামেন্টে নিজের পরিকল্পনা পাস করাতে এমপিদের কাছে সর্বশেষ আবেদন জানিয়ে যাচ্ছেন থেরেসা। সোমবার (১৪ জানুয়ারি) ব্রেক্সিট প্রস্তুতির এ খবরকে প্রধান শিরোনাম করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

দ্য গার্ডিয়ানের প্রথম পাতা
২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার কথা। বিচ্ছিন্ন হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক কেমন হবে তা নিয়ে গত নভেম্বরে জোটটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন থেরেসা। সে ব্রেক্সিট চুক্তি ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদন করানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত করা নিয়ে বার বারই হোঁচট খেয়ে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের বিষয়ে দ্বিমতকে কেন্দ্র করে পদত্যাগ করেছেন দুই দুইজন ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী। অন্য মন্ত্রণালয়েরও কয়েকজন সরে দাঁড়িয়েছেন। পদত্যাগ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনও। তুমুল বিরোধিতার মধ্যে থেরেসার ব্রেক্সিট চুক্তিটি পার্লামেন্টে অনুমোদন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) চূড়ান্ত ভোটাভুটির কথা।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, থেরেসা মে পার্লামেন্টে চুক্তিটি অনুমোদন করাতে সময় লাগবে বলে জানালে ব্রেক্সিট বিলম্বিত করবে ইইউ।

ইইউ কর্মকর্তারা বলছেন, এক্ষেত্রে আগে অবশ্যই তাদের কাছে সময় বাড়ানোর প্রস্তাব আসতে হবে। যদি এমন কোনও প্রস্তাব আসে, তবে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বিশেষ নেতাদের নিয়ে একটি সম্মেলন আয়োজন করবেন। ২৯ মার্চের নির্ধারিত সময়সীমা বাড়ানোর ব্যাপারে আলোচনা করবেন তারা। বিলম্ব করার কারণ পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে সময়সীমা কতদিন বাড়বে। ইইউ-এর এক কর্মকর্তার সূত্রে গার্ডিয়ান জানিয়েছে, জুলাই পর্যন্ত সময়সীমা বর্ধিত করা হতে পারে।

এদিকে সোমবার এমপিদেরকে ব্রেক্সিট চুক্তিতে সমর্থন জানানোর আহ্বান জানাবেন থেরেসা মে। পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোটাভুটির আগে এটি থেরেসার সর্বশেষ চেষ্টা বলে উল্লেখ করেছে গার্ডিয়ান।