দ্য হিমালয়ান

তুষারপাতে ফ্লাইট অচল, রাস্তা বন্ধ

 

নেপালের পার্বত্য অঞ্চলগুলোতে ভারী তুষারপাতে বন্ধ হয়ে গেছে বহু রাস্তাঘাট। অচল হয়ে পড়েছে বহু বিমানের বহু ফ্লাইট। দেশটির মুস্তাং এলাকার কোনও কোনও এলাকায় তিন ফুট পর্যন্ত তুষারপাত হতে দেখা গেছে। বৃহস্পতিবার এই খবরকে প্রধান শিরোনাম করেছে দেশটির শীর্ষ সংবাদপত্র দ্য হিমালয়ান।noname

মুস্তাং জেলা পুলিশ কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা মাহেন্দ্র খাদকা বলেছেন হোমানথান, মুক্তিনাথ, ঘাসা এবং কাগবেনি এলাকার উপরের অঞ্চল এবঙ মারফা এলাকায় গত দুই দিনে ভারী তুষারপাত হয়েছে।

মুক্তিনাথ মন্দিরের তীর্থযাত্রীরাও ভারী তুষারপাতে আক্রান্ত হয়েছে বলেও জানান তিনি। বুধবার সন্ধ্যায় তাপমাত্রা শূন্যের দুই ডিগ্রি নিচে নেমে যাওয়ায় বন্ধ হয়ে যায় মুস্তাং অভিমুখে যাওয়া বা সেখান থেকে আসা বিমানের সব ফ্লাইট।

ভারী তুষারপাতের কারণে জিরি, চেরডাং, মালি, কালিংচক গৌরিশঙ্কর ও খারিডুঙ্গার বাসিন্দারা ঘরে থাকতে বাধ্য হচ্ছে।