গালফ টাইমস

সম্পর্ক দৃঢ় করার প্রচেষ্টায় কাতার ও কুয়েত

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও কুয়েতি আমির শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ’র মধ্যে সোমবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে।  বৈঠকে কাতার ও কুয়েতের সম্পর্কোন্নয়নের ওপর জোর দিয়েছেন দুই নেতা। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস।

গালফ টাইমসের প্রথম পাতা
সোমবার সকালে কুয়েতের বায়ান প্যালেসে বৈঠক করেন শেখ তামিম বিন হামাদ আল থানি ও শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ। বৈঠকে দুই দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তারা। আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ইস্যুগুলো নিয়েও কথা বলেন তারা।

বৈঠকে কাতারের আমিরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল থানি ও অন্য সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন। আর কুয়েতের পক্ষে যুবরাজ শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ, প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহও উপস্থিত ছিলেন।