দ্য হিমালয়ান

আক্সিয়াটা ও এনসেলকে ছয় হাজার কোটি রুপি কর পরিশোধের নির্দেশ

মোবাইল নেটওয়ার্ক অপারেটর এনসেল ও তাদের মাতৃ কোম্পানি আক্সিয়াটাকে ছয় হাজার একশো কোটি রুপি কর পরিশোধের নির্দেশ দিয়েছে নেপালের সুপ্রিম কোর্ট। তবে এর সঙ্গে বিলম্ব ফি যুক্ত হলে প্রতিষ্ঠান দুটিকে আরও প্রায় পাঁচশো কোটি রুপি বেশি পরিশোধ করতে হবে। এই খবরটিকে বৃহস্পতিবারের প্রধান শিরোনাম করেছে নেপালের শীর্ষ সংবাদপত্র দ্য হিমালয়ান। সংবাদপত্রটি লিখেছে সুপ্রিম কোর্টের আদেশের মাধ্যমে এই কর কারা পরিশোধ করবে তা নিয়ে চলা কয়েক বছরের বিতর্কের অবসান হলো।noname
২০১৫ সালের ডিসেম্বরে ১৪০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে সুইডেনভিত্তিক এনসেল-এর ৮০ শতাংশ শেয়ার কিনে নেয় মালয়েশিয়াভিত্তিক আক্সিয়াটা। ওই ক্রয় চুক্তির পর অর্জিত মূলধনের কর কারা পরিশোধ করবে তা নিয়ে বিতর্ক তৈরি হয়। বুধবারের রায়ে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ এনসেল ও আক্সিয়াটার কাছ থেকে ওই কর সংগ্রহ করতে নেপালের কর সংগ্রাহকের কার্যালয়কে নির্দেশ দিয়েছে।   

নেপালের কর সংগ্রাহকের কার্যালয়ের প্রধান ধানী রাম শর্মা দ্য হিমালয়ানকে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের কপি এখনও হাতে পাননি তারা। ওই কপি পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে চিঠি দিয়ে কর পরিশোধের তাগাদা দেওয়া হবে।