আনাদোলু পোস্ট

সিরিয়া ইস্যুতে আঙ্কারায় রুশ ও তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক

সিরিয়া ইস্যুতে আলোচনা করতে তুরস্ক সফর করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গে শয়গু। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের আমন্ত্রণে সাড়া দিয়ে আঙ্কারা সফরে যান তিনি। সোমবার (১১ ফেব্রুয়ারি) এ দুই প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে সিরিয়া পরিস্থিতি নিয়ে বৈঠক হয়। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) খবরটিকে প্রধান শিরোনাম করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট।

আনাদোলু পোস্ট
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সিরিয়া ইস্যুতে পূর্ব নির্ধারিত সম্মেলন করবে তুরস্ক, রাশিয়া ও ইরান। রাশিযার সোচি শহরে এ বৈঠক হবে। আর তার আগে আগে সিরিয়া ইস্যুতে বৈঠকের পরিকল্পনা করেন রুশ ও তুর্কি প্রতিরক্ষামন্ত্রী। আঙ্কারার ওই বৈঠকে সিরিয়ার বিশেষ করে ইদলিবের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

উষ্ণ অভ্যর্থনার জন্য আকারকে ধন্যবাদ জানিয়েছেন শোইগু।