গালফ টাইমস

নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে মিউনিখে কাতারের আমির

 

৫৫তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবা জার্মান শহরটিতে পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তার সঙ্গে রয়েছে কাতারের একটি রাষ্ট্রীয় প্রতিনিধি দল। বৈশ্বিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা নীতি বিষয়ক গুরুত্বপূণর্ এই সম্মেলন শুক্রবার শুরু হয়েছে। আর এদিনই এই খবরকে প্রধান শিরোনাম করেছে কাতারের শীর্ষ সংবাদপত্র গালফ টাইমস।noname

গত বছর মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ২১টি দেশের সরকার প্রধান ছাড়াও ৭৫টি দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা যোগ দেয়।

নানা সংকটের কারণে চলতি বছরের নিরাপত্তা সম্মেলন আলাদা গুরুত্ব পাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব সমস্যা ছাড়াও ট্রান্সলান্টিক সহায়তা ও বৈশ্বিক ক্ষমতা প্রতিযোগিতার নতুন মোড়সহ বিভিন্ন ইস্যু এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে। এছাড়াও এবারের সম্মেলনে অস্ত্র নিয়ন্ত্রণের ভবিষ্যত ও প্রতিরক্ষা খাত সহায়তা নিয়েও সম্মেলনে আলোচনা করবেন বিশ্বের নানা প্রান্তের বিশেষজ্ঞরা।

তিন দিনের বার্ষিক এই সম্মেলনে বিশ্বের নানা প্রান্তের নিরাপত্তা, রাজনীতি ও সামরিক বিষয় সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা মিলিত হয়ে থাকেন। বিশ্বের নানা অঞ্চলের সংঘাত ও চ্যালেঞ্জ তাদের আলোচনায় গুরুত্ব পায়।