দ্য হিমালয়ান

এলপিজি বোতলজাতকারীদের জ্বালানি কেনা বন্ধের হুমকি

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বোতলজাতকারীরা নেপাল অয়েল কর্পোরেশন থেকে রান্নার গ্যাসের ক্রয় আদেশ সংগ্রহ বন্ধ করে দিয়েছে শুক্রবার। এর মাধ্যমে তারা নিত্যপণ্যের সরবরাহ বন্ধের আইন ভেঙেছেন ব্যবসায়ীরা। এমন খবর শনিবারের প্রধান শিরোনাম করেছে দেশটির শীর্ষ সংবাদপত্র দ্য হিমালয়ান।noname

ভারতে ভারতীয় অয়েল কর্পোরেশন থেকে ক্রয় আদেশ সংগ্রহ করা বাধ্যতামূলক। নেপালের বোতলজাতকারীরা ক্রয় আদেশ সংগ্রহ না করায় আগামী কয়েক দিন নেপালের অভ্যন্তরীণ বাজারে রান্নার গ্যাসের সংকট দেখা দিতে পারে।

নেপাল এলপিজি গ্যাস শিল্প অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোকুল ভান্ডারি বলেছেন, এলপিজি শিল্প মালিকদের দাবি মেনে নিতে সরকারের অনিচ্ছার প্রতিবাদের অংশ হিসেবে নেপাল অয়েল কর্পোরেশন থেকে গ্যাস সংগ্রহ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিল্প মালিকদের দাবির মধ্যে রয়েছে কমিশন পুর্নবিবেচনা, ভারত থেকে গ্যাস আমদানিতে নিজস্ব পরিবহন ব্যবহারের ব্যবস্থা করা।

শিল্প মলিকদের প্রতিবাদের হুমকির প্রেক্ষিতে দুই দফায় নেপাল অয়েল কর্পোরেশন ও শিল্প মালিকেরা বৈঠকে বসেও এসব দাবির সুরাহা না হওয়ায় প্রতিবাদ শুরু হয়।