আনাদোলু পোস্ট

গাজায় মসজিদ ও কৃষি এলাকায় বিমান হামলা ইসরায়েলের

অস্ত্রবিরতি লঙ্ঘণ করে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি যুদ্ধবিমান। প্রত্যক্ষদর্শীরা জানায়,  ফিলিস্তিনের মুক্তিকামী জনতার সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাকা ইজেদিন আল কাসেম ব্রিগেডকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে ইসরায়েল। এতে করে নিকটবর্তী ওমর বিন আব্দুল আজিজ মসজিদে আগুন ধরে যায়।

Capture

এছাড়া গাজার উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা গাজা উপত্যকায় ১৫টি বিমান হামলা চালিয়েছে।

তাদের দাবি, ইসরায়েলে লক্ষ্য করে চালানো রকেট হামলার প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়েছে।

সোমবার রাতে হামাস ঘোষণা দেয় যে মিসরের মধ্যস্থতায়  ইসরায়েলের সঙ্গে তাদের অস্ত্রবিরতি হয়েছে। মিসরও আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে অস্ত্রবিরতি চুক্তির ব্যাপারে নিশ্চিত করে।

এর আগে সোমবার সকালে হামাসের নিক্ষেপ করা রকেটে সাতজন ইসরায়েলি আহত হয়।  ইসরায়েলও জবাবে পাল্টা হামলা চালায়।