গালফ টাইমস

আরব লিগের সম্মেলন থেকে লাভবান হবে জনগণ: কাতারের আমির

রবিবার (৩১ মার্চ) থেকে তিউনিসিয়ায় শুরু হয়েছে আরব লিগের ৩০ তম সম্মেলন। অন্যান্য আরব দেশের নেতাদের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও। তিনি আশা প্রকাশ করেছেন, এ সম্মেলনের ফলাফল থেকে আরব জনগণ লাভবান হবে। সোমবার (১ এপ্রিল) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস।

গালফ টাইমস
আরব লিগের সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের প্রধানদের নিয়ে তিউনিসিয়ায় যান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রবিবার সকালে উদ্বোধনী অধিবেশনে যোগ দেন তিনি। আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর বেশ কয়েকজন নেতাও সম্মেলনে অংশ নেন। রবিবার বিকালে তিউনিসিয়া থেকে আবার কাতারের উদ্দেশে রওনা করেন থানি। পরে তিনি তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি চাইদ এসেবসিকে ধন্যবাদ জানিয়ে একটি তার বার্তা পাঠান। তিউনিসিয়া সফরে আতিথেয়তা ও সম্মান দেওয়ার জন্য বেজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আমির আশা প্রকাশ করেন, সম্মেলনের ফলাফল অনুযায়ী আরব দেশগুলো যৌথভাবে সহযোগিতামূলক যে পদক্ষেপ নেবে তাতে আরব জনগণ লাভবান হবে।