গালফ টাইমস

আরব আন্দোলনে শিক্ষিত তরুণদের ভূমিকায় গুরুত্ব দিলেন কাতারের আমির

 

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বিভিন্ন আরব দেশের জনপ্রিয় আন্দোলনে শিক্ষিত তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। রবিবার দোহায় আন্তঃসংসদীয় ইউনিউনের (আইপিইউ) ১৪০তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে এই গুরুত্বারোপ করেন। সোমবার কাতারভিত্তিক গালফ টাইমস খবরটি শিরোনাম প্রতিবেদন হিসেবে প্রকাশ করেছে।

Capture

কাতারের আমির বলেন, কয়েকটি আরব দেশে শিক্ষিত তরুণরা সম্মান, ন্যায় বিচার ও স্বাধীনতার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। তাদের কথায় সম্মানজনক বেঁচে থাকার জন্য তাদের লড়াই। যখন তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হয়েছে তারা তাদের দাবি ও আন্দোলনের মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে যে সংস্কৃতিমনা ও সুনাগরিক মনোভাব সম্পন্ন।

শেখ তামিম আরও বলেন, এই অভিজ্ঞতা প্রমাণ করে যে, যেসব দেশে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ দেয়নি সহিংসতা ও পরিস্থিতির অবনতির দায় ওই দেশের সরকারগুলোর।

সমাজের অগ্রগতি, প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনের জন্য মান সম্পন্ন শিক্ষার গুরুত্বের কথাও তুলে ধরে তিনি বলেন, শিক্ষা সামাজিক অধিকার ও মানবাধিকার অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে।