আনাদোলু পোস্ট

ইস্তানবুলে দ্বিতীয় দফায় ভোট চাইবে তুরস্কের ক্ষমতাসীন দল

তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে) ইস্তানবুলে সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে দ্বিতীয় দফায় ভোটগ্রহণের জন্য নির্বাচনি কর্তৃপক্ষ বরাবর আবেদন জানাবে। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে এ আবেদন করা হবে। মঙ্গলবার (৯ এপ্রিল) দলের জ্যেষ্ঠ নেতা আলি ইহসান ইয়াভুজ এ কথা জানিয়েছেন। বুধবার (১০ এপ্রিল) খবরটিকে প্রধান শিরোনাম করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট।
আনাদোলু পোস্ট

তুরস্কে গত ৩১ মার্চ অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের দল ক্ষমতাসীন একে পার্টি। রাজধানী আংকারার পাশাপাশি দেশের বৃহত্তম শহর ও উসমানীয় খিলাফতের রাজধানী ইস্তানবুলেও পরাজিত হয়েছেন রক্ষণশীল একে পার্টির প্রার্থীরা। দুই শহরেই বিজয়ী হয়েছে বিরোধী দল কামাল আতাতুর্কের সিএইচপি। ইস্তানবুলে সামান্য ব্যবধানে জয় পেয়েছেন বিরোধীরা।
মঙ্গলবার ইস্তানবুলে একে পার্টির ডেপুটি চেয়ারম্যান আলি ইহসান ইয়াভুজ সাংবাদিকদের বলেন, ইস্তানবুলে মেয়র নির্বাচনের ফল নিয়ে তার দলের পক্ষ থেকে ‘অসম্ভব রকমের আপত্তি’ জানানো হবে। যার মধ্য দিয়ে ওই শহরের মানুষকে আবারও ভোট দিতে হতে পারে। ইয়াভুজ আরও জানান, ইস্তানবুলের বুয়ুকচেকমিচ জেলার মেযর নির্বাচনের ফল নিয়েও তারা আপত্তিপত্র দেবেন।