দ্য হিমালয়ান

ভূমি দখল মামলা তদন্ত হবে

দেশব্যাপী ভূমি দখল মামলা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নেপালের সরকার। সারদা প্রসাদ ত্রিতালের নেতৃত্বাধীন কমিটি বালুওয়াটার এলাকার ভূমি দখল মামলা তদন্তের পর সারা দেশে একই ধরণের তদন্ত চালানোর সুপারিশ করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির প্রেস উপদেষ্টা কুন্দল আরিয়াল বলেছেন, সরকার সারা দেশের অন্য ভূমি দখল মামলা গুলোও তদন্ত করে দেখবে। রবিবার এই খবরকে প্রধান শিরোনাম করেছে নেপালের শীর্ষ সংবাদপত্র দ্য হিমালয়ান।noname

সারদা প্রসাদ ত্রিতালের নেতৃত্বাধীন কমিটি বালুওয়াটার এলাকায় রুকমা শমসের রানা ও তার আত্মীয়দের কাছে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির প্রমাণ পায়। এসব জমি বরাদ্দে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ওই কমিটি।

ত্রিতাল নেতৃত্বাধীন কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের নেতৃত্বে ব্যাপক পুর্নগঠন শুরু করা উচিত। প্রতিবেদনে বলা হয়েছে, ভূভূমি দখলে সম্পৃক্ততা নিয়ে মি অফিসের বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন।