গালফ টাইমস

কেন্দ্রীয় পৌরসভা নির্বাচনে ভোটার উপস্থিতি ৫০ শতাংশ

কাতারের কেন্দ্রীয় পৌরসভা (সিএমসি) নির্বাচন শেষ হয়েছে। ষষ্ঠ এই নির্বাচনের ২৫টি আসনে ৫০ শতাংশেরও বেশি ভোটার তাদের রায় দিয়েছে। এসব আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এছাড়া বাকি চারটি আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার এই খবরকে প্রধান শিরোনাম করেছে কাতারের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক গালফ টাইমস।noname

খবরে বলা হয়েছে, ২৫টি আসনে মোট ৬ হাজার ৯৫১ জন পুরুষ ও ৬ হাজার ৩৮৩ জন নারী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচন বিভাগের পরিচালক মেজর জেনারেল মাজিদ ইব্রাহিম আল খুলাইফি বলেন, ভোট শুরুর প্রথম থেকেই নির্বাচন প্রক্রিয়া যথাযোগ্য মর্যাদা সহকারে অনুসরণ করা হয়েছে।

বেলা আটটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট দিয়ে ৮৫ জন প্রার্থীর মধ্য থেকে নিজেদের প্রতিনিধি বাছাই করে নেয় ভোটাররা।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জননিরাপত্তা বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল সাদ বিন জসিম আল খুলাইফি ভোটারদের আগ্রহের প্রশংসা করেন। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ভোটারদের প্রয়োজনীয় সহায়তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।