দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

পাকিস্তানকে মোদি: পারমাণবিক অস্ত্র কি দিওয়ালির জন্য জমিয়ে রেখেছি?

লোকসভা নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রবিবার রাজস্থানে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানকে হুঁশিয়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রকে ভারত ভয় পায় না। ভারতেরও পারমাণবিক অস্ত্র আছে এবং তা এমনি এমনি রেখে দেওয়া হয়নি। সোমবার (২২ এপ্রিল) এ খবরটিকে প্রথম পাতার শিরোনাম করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রথম পাতা
রবিবার মোদির তিনটি সমাবেশ ছিল। প্রথমটি ছিল নিজ-রাজ্য গুজরাটের পাটানে। যেখানে তার দল কঠিন লড়াইয়ের মুখে রয়েছে। এরপর রাজস্থানে দুইটি সমাবেশ করেন তিনি। সেসময় পরমাণু অস্ত্র নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে মোদি বলেন, ‘পাকিস্তানের হুমকিতে ভয় পাওয়া ছেড়ে দিয়েছে ভারত। পাকিস্তান সবসময় পরমাণু বোতামের কথা বলত। আমাদের সংবাদ মাধ্যমগুলিও লিখত যে পাকিস্থানের কাছে পারমাণবিক অস্ত্র আছে।  আমাদের কাছে তবে কী আছে? আমরা কি তা দিওয়ালির জন্য বাঁচিয়ে রেখেছি?’

পাকিস্তান সীমান্ত সংলগ্ন রাজস্থানে দাঁড়িয়ে এভাবেই ইসলামাবাদকে হুঁশিয়ারি ছুড়ে মোদি। শুধু তাই নয়, এর আগে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফেরাতে ভারতের দৃঢ় পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি। বলেন, ‘শত্রু দেশের হাতে বন্দি আমাদের দেশের পাইলটের যদি কিছু হত তাহলে অশেষ দুর্ভোগ পোহাতে হত তাদের৷’