আনাদোলু পোস্ট

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯





শ্রীলঙ্কায় চালানো সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। হামলার পর চালানো অভিযানে আরও ১৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা। এনিয়ে এই ঘটনায় আটকের সংখ্যা ৫৮জনে দাঁড়িয়েছে। এই খবরকে বৃহস্পতিবারের অন্যতম প্রধান শিরোনাম করেছে তুরস্কের সংবাদপত্র আনাদোলু পোস্ট।noname
রবিবার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে ৫০০ জনেরও বেশি। শ্রীলঙ্কার পুলিশ এসব হামলার জন্য স্থানীয় উগ্রগোষ্ঠী ন্যাশনাল তাওহীদ জামাতকে (এনটিজে) দায়ী করে। তাদের আশঙ্কা আন্তর্জাতিক জঙ্গির সহায়তায় এই হামলায় চালিয়েছে এনটিজে।
এই ঘটনায় আটককৃতদের বিস্তারিত পরিচয় জানাননি শ্রীলঙ্কার পুলিশের মুখপাত্র গুনাসেকারা। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস।
হামলার পর ২৩ এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে শ্রীলঙ্কা।