গালফ টাইমস

ইতালির সিনেট প্রেসিডেন্টের সাথে আমিরের সাক্ষাৎ

রবিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমিরি দিওয়ান কার্যালয়ে সাক্ষাৎ করেছেন সফররত ইতালির সিনেটর প্রেসিডেন্ট মারিয়া এলিজাবেথা ক্যাসেলাত্তি ও তার সফরসঙ্গীরা। সোমবার এই খবরকে অন্যতম প্রধান শিরোনাম করেছে দেশটির শীর্ষ সংবাদপত্র গালফ টাইমস।noname

খবরে বলা হয়েছে, বৈঠকের শুরুতে দোহায় চলতি মাসের শুরুতে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের ১৪০তম সাধারণ অধিবেশনের বৈঠক সফলভাবে আয়োজন করায় কাতারের আমিরকে অভিনন্দন জানান ক্যাসেলাত্তি। ওই বৈঠকের ইতিবাচক ফলাফল ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসারও প্রশংসা করেন তিনি।

এছাড়া বৈঠকে কাতার ও ইতালি বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ক পর্যালোচনা করা হয়। তাছাড়া বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে যৌথ স্বার্থ নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। বিশেষ করে চলমান মধ্যপ্রাচ্য সংকট ও এর ফলে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়।

কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে ইতালির সরকার এই সংকটের সমাধান চায় বলে বৈঠকে জানান ক্যাসেলাত্তি। কাতারের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার এবং কাতারের নাগরিকদের ধারাবাহিক মানবাধিকার লঙ্ঘনে বন্ধের আহ্বান জানান তিনি।

বিপরীতে কর্মীদের অধিকার রক্ষায় কাতারের নেওয়া পদক্ষেপের প্রশংমা করেন ক্যাসেলাত্তি।

অন্যদিকে কাতার সংকট সমাধানে ইতালির দেশের অবস্থানের জন্য দেশটির সিনেট প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান কাতারের আমির।