ওয়াশিংটন পোস্ট

মাদুরোকে উৎখ্যাতে ‘পূর্ণ পরিকল্পনা’ ব্যর্থ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতে বেশ কয়েকসপ্তাহ ধরে নীলনকশা তৈরি করছিলেন বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদো। মাদুরোর বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক কর্মকর্তাও তার সঙ্গে যোগ দিয়েছিলো বলে শোনা গেছে। খবর এসেছিলো অনেকে পালিয়ে যাওয়ার, এমনকি মাদুরো নিজেও কিউবা পালিয়ে যেতে পারেন এমন গুঞ্জনও উঠেছিলো।

washington post

এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘তারা একটি পূর্ণ পরিকল্পনা করেছিলো’। বুধবারই তা বাস্তবায়নের কথা ছিলো। প্রকৃত তারিখের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেননি।

তবে সোমবার থেকেই সেই পরিকল্পনা ব্যর্থ হতে শুরু করে। পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে নেয় মাদুরো। বিরোধী নেতা গুইদোও বেশ তাড়াহুরো করে ফেলেন।  মঙ্গলবার ভোরে এক ভিডিও বার্তায় গুইদো দাবি করেন, তার সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য যোগ দিয়েছেন। মাদুরোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়।

সমর্থন দেয় মার্কিন পররাষ্ট্র দফতরও। তবে একদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পরও সরকার টিকে থাকে। ট্রাম্প প্রশাসন প্রকাশ্যেই দায়ী করে রাশিয়া ও ‍কিউবাকে।