পাকিস্তানে খিলাফত প্রতিষ্ঠার পাঁয়তারা করছে আইএস: ডন

পাকিস্তানের শিয়ালকোটে সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস-এর একটি আস্তানায় অভিযান চালিয়ে ৮ সন্দেহভাজনকে গ্রেফতার করার দাবি করেছে দেশটির সন্ত্রাস দমন বিভাগ সিটিডি। একইসঙ্গে আস্তানাটি থেকে বেশ কিছু অস্ত্র, বিস্ফোরক, ল্যাপটপ ও প্রচারণার কাজে ব্যবহৃত বেশ কিছু কমপ্যাক্ট ডিস্ক (সিডি) জব্দ করার কথাও জানানো হয়েছে। সিটিডি কর্তৃপক্ষের দাবি সন্দেহভাজনরা পাকিস্তানের গণতন্ত্র ধ্বংস করার পাশাপাশি সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে দেশটিতে খিলাফত প্রতিষ্ঠার শপথ নিয়েছিল।

তবে ঠিক কবে সিটিডি শিয়ালকোটে ওই অভিযান পরিচালনা করেছে তা জানা না গেলেও এ ব্যাপারে এফআইআর দায়ের করা হয় সোমবার।
গ্রেফতার হওয়া সন্দেহভাজনরা পাঞ্জাবের বিভিন্ন এলাকার অধিবাসী হলেও শিয়ালকোটকেই তারা আস্তানা হিসেবে ব্যবহার করছিল বলে দাবি করেছে সিটিডি। তদন্ত কর্মকর্তারা জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিরা মূলত জামাতুদ দাওয়ার কর্মী ছিলেন।
গত জুনে তারা আইএস-এর প্রধান বাগদাদির আনুগত্য গ্রহণ করেন এবং সংগঠনটিতে যোগ দেন। এদের মধ্যে তিনজনকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তদন্ত কর্মকর্তারা।

এদিকে কড়া নিরাপত্তার কথা বলে গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের গোপন স্থানে সরিয়ে রেখেছে সিটিডির তদন্তকারী দল। সূত্র: ডন

/এফইউ/