আইএসের ভিডিওতে ব্রিটিশ জিহাদি: দ্য গার্ডিয়ান

ইসলামিক স্টেট একটি নতুন ভিডিও প্রকাশ করেছে যেখানে এক জিহাদি ও ইংরেজিভাষী এক বালক যুক্তরাজ্যের প্রতি হুমকি উচ্চারণ গার্ডিয়ানের প্রথম পাতা করেছে। ভিডিওটিতে পাঁচ বন্দিকে হত্যায় উদ্যত ওই জিহাদির মুখ ঢাকা থাকলেও সে ব্রিটিশ বলেই ধারণা করা হচ্ছে।
ভিডিওটিতে বলা হয় ওই পাঁচ বন্দি যুক্তরাজ্যের গুপ্তচর। এ ছাড়াও ভিডিও বার্তাটি ডেভিড ক্যামেরনের জন্য বলেও জানানো হয়।
এগারো মিনিট দীর্ঘ এই ভিডিওতে পাঁচ বন্দির পেছনে দাঁড়িয়ে ব্রিটিশ উচ্চারণে হুমকি পাঠ করেণ ওই জিহাদি।
একই ফুটেজে ইংরেজিভাষী ওই বালকও বলে, ‘আমরা সমস্ত অবিশ্বাসীকে হত্যা করবো।’
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাহিনী ভিডিওটি বিশ্লেষণের কাজ শুরু করেছে। ফুটেজে জিহাদির মুখ ঢাকা থাকায় তার কণ্ঠস্বর থেকে তার পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সম্ভবত ইরাকের সামরিক ব্যর্থতা ঢাকতে ও বিশ্ববাসীর নজর অন্যদিকে সরাতেই এই ভিডিওটি প্রকাশ করেছে আইএস।’
/ইউআর/বিএ/