পাঠানকোট হামলার দায় স্বীকার করেছে কাশ্মিরি সংগঠন: ডন

ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে কাশ্মিরি বিদ্রোহী সংগঠন। সোমবার কাশ্মিরি ‘স্বাধীনতা যোদ্ধা’রা এই আক্রমণ চালিয়েছে বলে দাবি করে।ডনের প্রথম পাতা
ইউনাইটেড জিহাদ কাউন্সিলের মুখপাত্র সৈয়দ সাদাকাত হোসাইন জানান, এই হামলা ছিল ভারতের জন্য বার্তা। তিনি আরও বলেন, ‘পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ন্যাশনাল হাইওয়ে স্কোয়াডের সঙ্গে সংশ্লিষ্ট মুজাহিদিনরা।’
সৈয়দ সাদাকাত হোসাইন আরও বলেন, ‘ভারতের সরকার ও গণমাধ্যম এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দিতে চাইছে কারণ তারা পাকিস্তানভীতিতে ভুগছে। এভাবে কাশ্মিরের মুক্তিকামী মানুষের সংগ্রামকে প্রতিহত করা যাবে না।’
তিনি ভারত সরকারের প্রতি জম্মু ও কাশ্মিরের জনগণের মানবাধিকার লঙ্ঘন বন্ধ করারও আহ্বান জানান।  

প্রসঙ্গত, ইউনাইটেড জিহাদ কাউন্সিল অনেকগুলো ছোট ছোট সংগঠন মিলে গঠিত,এর প্রধান হিজবুল মুজাহিদিনের নেতা সৈয়দ সালাহউদ্দিন। তবে ন্যাশনাল হাইওয়ে স্কোয়াডের বিষয়ে তেমন কোন তথ্য নেই।

/ইউআর/