সংবিধান সংশোধন প্রক্রিয়া দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে: হিমালয়ান টাইমস

নেপালের স্পিকার ওনসারি ঘার্থি মাগার দেশটির সংবিধান সংশোধন বিলের প্রস্তাব দাখিল করতে সংসদ সদস্যদের ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। সোমবার স্পিকার এ ঘোষণা দেন। চারদিন ধরে বিলটির ওপর আলোচনা শেষ হওয়ার সোমবার এক মন্ত্রীর উদ্বেগ প্রকাশের পর স্পিকার এ ঘোষণা দেন। স্পিকারের সময় বেঁধে দেওয়ায় নেপালের সংবিধান সংশোধন প্রক্রিয়া দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করলো। দেশটির দৈনিক পত্রিকা হিমালয়ান টাইমস বিষয়টিকে প্রধান খবর হিসেবে প্রকাশ করেছে।

noname

সোমবার আলোচনা শেষ হলেও স্পিকার মঙ্গলবার দুপুর পর্যন্ত অধিবেশন স্থগিত করেছেন। স্পিকারের আশা প্রধান তিনটি রাজনৈতিক দল ও বিরোধীতাকারী ইউনাইটেড ডেমোক্রেটিক মাধেশি ফ্রন্টের মধ্যে একটি সমঝোতা হবে।

দেশটির সংসদ সদস্যরা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সংবিধান সংশোধনের বিষয়ে তাদের প্রস্তাব জমা দেওয়ার সময় পাবেন। স্পিকার একটি কমিটি গঠন করতে পারবেন প্রস্তাবগুলো ধারা আকারে সাজিয়ে আলোচনা ও ভোটে উত্থাপনের জন্য।

তবে সংবিধান সংশোধন বিল পাস হওয়ার বিষয়টি নির্ভর করবে বৃহস্পতিবারের মধ্যে রাজনৈতিক দলগুলো সমাঝোতায় আসতে পারবে কি-না তার ওপর।

/এএ/