'পাকিস্তানভিত্তিক সংগঠনের ভূমিকা প্রমাণিত হলে ব্যবস্থা': ডন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ভারতের বিমানঘাঁটিতে হামলায় পাকিস্তানভিত্তিক কোন সংগঠনের ভূমিকা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পিছপা হবে না ইসলামাবাদ। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলাপে তিনি এ কথা বলেন। ডনের প্রথম পাতা

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, 'আমাদের সরকার ভারতের সরবরাহকৃত তথ্য অনুযায়ীই কাজ করছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখতে চাই।'
এদিকে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, 'কলম্বো থেকে ফোন করে হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।'
পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি 'অবিলম্বে কঠোর পদক্ষেপ' নেওয়ার আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'পাকিস্তানকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়েছে।'
পাকিস্তানের বিবৃতিতে এ ধরনের কোন প্রতিশ্রুতির কথা বলা হয়নি। বরং সংশ্লিষ্টতা প্রমাণিত হলে পদক্ষেপ নেওয়ার কথাই বলা হয়েছে। নওয়াজ শরিফ আরও বলেন, 'পাক-ভারত সুসম্পর্ককে ব্যহত করতেই এই হামলা চালানো হয়েছে। পূর্বনির্ধারিত নীতি অনুযায়ী সম্পর্ক উন্নয়নে কাজ করলেই সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সমুচিত জবাব দেওয়া হবে।' হামলার পর ভারতের প্রকাশিত বিবৃতির 'পরিপক্কতা'র প্রশংসাও করেছেন তিনি।
প্রসঙ্গত, কিছু অসমর্থিত সূত্র জানায়, আগামী ১৫ জানুয়ারি এই দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। পাঠানকোট হাম্পলার বিষয়ে পাকিস্তানের পদক্ষেপের ওপর পূর্বনির্ধারিত এই বৈঠক অনুষ্ঠিত হওয়া নির্ভর করতে পারে।

/ইউআর/বিএ/