মোদি-শরিফ ফোনালাপ: টাইমস অব ইন্ডিয়া

টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি অনুযায়ী ‘দ্রুত ও নিষ্পত্তিমূলক’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতি। মঙ্গলবার শ্রীলঙ্কার কলম্বো থেকে শরিফের ফোন এলে আলাপের এক পর্যায়ে এ কথা বলেন মোদি।
সূত্র জানায়, মোদি হিন্দিতে বলেন, ‘স্পষ্টতই পাকিস্তানের মাটি সন্ত্রাসবাদের কাজে ব্যবহৃত হচ্ছে।আপনাকে প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং দ্রুততার সঙ্গেই তা নিতে হবে।’
মোদি আরও বলেন, পাকিস্তানকে সুনির্দিষ্ট ও কার্যকর তথ্য সরবরাহ করেছে ভারত। পাকিস্তানের পক্ষ থেকে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মোদি।
মঙ্গলবার বেলা ৩টা ৪৫ মিনিটে মোদিকে ফোন করেন শরিফ। পনেরো মিনিটের ওই আলাপে মোদির তরফে আগামী ১৫ জানুয়ারি দুই দেশের সচিব পর্যায়ের কর্মকর্তাদের পূর্বনির্ধারিত বৈঠকের প্রসঙ্গ না তোলা হলেও, পাকিস্তানের পদক্ষেপের ওপর ওই বৈঠক নির্ভর করতে পারে বলে জানায় বেশ কিছু সূত্র। তবে ফোনালাপে পাঠানকোট হামলার বিষয়ে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শরিফ ওই বৈঠকের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘জঙ্গিরা সর্বদাই শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করতে চায়। আগামী ১৫ জানুয়ারি ইসলামাবাদে ভারত ও পাকিস্তানের পূর্বনির্ধারিত বৈঠক সময় অনুযায়ী হওয়া উচিত, দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হওয়া জরুরি।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/বিএ/