দ্য গার্ডিয়ান

কান্নামিশ্রিত নির্বাহী আদেশ





গার্ডিয়ান প্রথম পাতা ‘ড. লুথার কিং-এর বক্তব্যকে উপজীব্য করে বলতে চাই এ মুহূর্তের সবথেকে বড় প্রয়োজন কী তা আমাদের অনুভব করতে হবে, কারণ মানুষ মারা যাচ্ছে। আমাদের যে স্বাধীন ও সুখী-স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনের অধিকার রয়েছে তা ব্ল্যাকসবার্গ ও সান্টা বারবারা কলেজ এবং কলম্বিয়ান ও নিউটাউনের হাইস্কুল শিক্ষার্থীদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সেই সব শিক্ষার্থীদের পরিবার কখনও কল্পনাও করেনি যে কোন একটি বন্দুকের বুলেট এসে তাদের প্রিয়জনের বুক শূন্য করে দেবে।’ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কংগ্রেসের অনুমোদন না পাওয়া মার্কিন প্রেসিডেন্ট তার একক নির্বাহী ক্ষমতা প্রয়োগের ঘোষণা দিতে গিয়েই কান্নাক্রান্ত হয়ে পড়েন এইসব কথার মাঝে। 

মঙ্গলবার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পরিকল্পনা ঘোষণা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন ওবামাকে ঘিরে ছিলেন বিভিন্ন হামলার ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা এবং নিহতদের আত্মীয়-স্বজন। সেসময় শিকাগোসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গত কয়েক বছরে ঘটে যাওয়া গণহারে গুলির ঘটনার কথা স্মরণ করেন মার্কিন প্রেসিডেন্ট। কান্নাজড়িত কণ্ঠে ওবামা বলেন, ‘অস্ত্রের তদবিরকারীরা কংগ্রেসকে জিম্মি করে রাখলেও যুক্তরাষ্ট্রকে জিম্মি করে রাখতে পারবে না।’
প্রেসিডেন্ট ওবামার নির্বাহী ব্যবস্থাগুলোর মধ্যে আছে-
• অনলাইনে যারা অস্ত্র বিক্রি করেন তাদেরসহ সকল অস্ত্র বিক্রেতার পারিবারিক ও অতীত ইতিহাস যাচাই
• মানসিক অসুস্থতা কিংবা পারিবারিক সহিংসতার শিকার মানুষদের অস্ত্র কেনা নিষিদ্ধ করা এবং তাদের সম্পর্কে রাষ্ট্রীয় তথ্য সরবরাহ করা
• পারিবারিক ও অতীত ইতিহাস যাচাইয়ের কাজে এফবিআই-এর জনবলকে শক্তিশালী করা
• যুক্তরাষ্ট্রে মানসিক সুরক্ষা খাতে ৫’শ মিলিয়ন ডলার বরাদ্দ করার জন্য কংগ্রেসকে সুপারিশ করা
• আগ্নেয়াস্ত্রজনিত নিরাপত্তা রক্ষায় আধুনিক অস্ত্র প্রযুক্তি উদ্ভাবনের জন্য কাজ করবে প্রতিরক্ষা বিভাগ, বিচার বিভাগ ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগ
এদিকে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশ প্রদানের পর রিপাবলিকান আর অস্ত্র তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ধরনের নির্বাহী আদেশ স্বাধীনতা ক্ষুন্ন করার সামিল উল্লেখ করে এর বিরুদ্ধে আদালতের হস্তক্ষেপ চাওয়া হতে পারে বলে জানিয়েছেন হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার পল রায়ান। আর ক্ষমতায় ক্ষমতায় গেলে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে ওবামা ঘোষিত নির্বাহী আদেশ পরিবর্তন করে ফেলবেন বলে ঘোষণা দিয়েছেন রিপাবলিকানদের হয়ে প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। তবে ক্ষমতায় গেলে ওবামার আদেশ বহাল রাখার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটদের হয়ে প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাশী হিলারি ক্লিনটন।
/এফইউ/বিএ/