ডন

আলোচনা রুখতেই পাঠানকোটে হামলা

ডন নিউজের প্রথম পাতাপাঠানকোট হামলাকে ইসলামাবাদ-নতুন দিল্লি শান্তি আলোচনার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে অল পার্টিজ হুরিয়াত কনফারেন্স (এপিএইচসি)। বুধবার এপিএইচসির নির্বাহী কাউন্সিলের এক বৈঠকে এপিএইচসি প্রধান মিরাজ মৌলবি উমর ফারুক এই মন্তব্য করেন।
মিরাজ মৌলবি উমর ফারুক শ্রীনগর থেকে ডনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘হামলাকারীরা জয়েশ-ই-মোহাম্মদ সদস্য হওয়ার সম্ভাবনাই বেশি। এরা দুই দেশের মধ্যে আলোচনার পরিস্থিতি নষ্ট করতে চায়।’
ওই বৈঠকে পাঠানকোট হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য মৌলানা মোহাম্মদ আব্বাস আনসারি, প্রফেসর আব্দুল গনি ভাট, বিল্লাল গনি লন, মুখতার আহমেদ ওয়াজা এবং মুহাম্মদ মুসাদিক আদিল।
ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনাকে প্রেরণাদায়ী শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করে তারা বলেন, ‘দুই দেশেরই উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা অত্যন্ত ইতিবাচক। বিশেষত যখন দুই প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে দেখা করে পরস্পরকে শান্তির পথে আহ্বান জানিয়েছেন। আমরা তাদের এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানাই। তারা কাশ্মিরসহ নানা অমীমাংসীত বিষয় সমাধান করবেন বলে আমরা আশাবাদী।’
/ইউআর/বিএ/