ডন

বল এখন পাকিস্তানের কোর্টে

ডন নিউজের প্রথম পাতাভারতের পাঞ্জাবের পাঠানকোটের বিমানঘাঁটিতে হামলার ঘটনায় পাকিস্তান কী ভূমিকা নেয়, তার ওপরই নির্ভর করছে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাকিস্তানকে এ কথা জানানো হয়।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বল এখন পাকিস্তানের কোর্টে। অনায়াসে ব্যবস্থা নেওয়া যায়, এমন তথ্যপ্রমাণ ইতোমধ্যেই ইসলামাবাদকে দেওয়া হয়েছে। পাকিস্তানকেই ঠিক করতে হবে, তারা আমাদের দেওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে কিভাবে এগোবে।’
তিনি বলেন, ‘পাঠানকোটের বিমানঘাঁটিতে হামলার পর আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিষয়টি আবারও আলোচনায় উঠে আসছে। ভারত আলোচনা থেকে সরে যায়নি। আমাদের পাকিস্তান নীতি খুব স্পষ্ট। আমরা বন্ধুত্বের হাত বাড়িয়েছি। কিন্তু সন্ত্রাস সহ্য করা হবে না।’
১৫ তারিখ দু’দেশের মধ্যে প্রস্তাবিত পররাষ্ট্র সচিব নিয়ে তিনি বলেন, ‘এখনও আট দিন বাকি আছে। অপেক্ষা করুন। দেখুন না কী হয়! ’
বিকাশ স্বরূপ বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নওয়াজ শরিফের সঙ্গে কথা বলেছেন। এ সময় নওয়াজ তাকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা দিয়েছেন। এখন আমরা পাকিস্তান কি পদক্ষেপ নেয়, সেটা দেখার অপেক্ষায় আছি।’

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সরকারের অবস্থান খুবই পরিষ্কার। তারা পাকিস্তানসহ সব প্রতিবেশি দেশের সঙ্গে সুসম্পর্ক চান। কিন্তু পাঠানকোটের হামলা আবারও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিষয়টিকে সামনে নিয়ে এলো।

২ জানুয়ারি দিনগত রাত সাড়ে ৩টার দিকে পাকিস্তান সীমান্তে ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলা হয়। হামলার চার দিনের মাথায় পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী হাইওয়ে স্কোয়াড ওই হামলার দায় স্বীকার করে। হামলা ও ভারতীয় যৌথ বাহিনীর প্রতি-আক্রমণে ছয় জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হন। এ ছাড়া আহত হন ২০ জন। সূত্র: ডন।

/এমপি/বিএ/