ডন

ভারতের কাছ থেকে সুস্পষ্ট প্রমাণ হাজিরের প্রয়োজন

ডন প্রথম পাতাপাঠানকোট বিমানঘাঁটিতে হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের কাছ থেকে সুস্পষ্ট প্রমাণ ও আলামত হাজির করার প্রয়োজন বলে মনে করে পাকিস্তান। কর্তৃপক্ষের মতে, হামলার জন্য ধারণাকৃতভাবে কেবল পাকিস্তানি সংশ্লিষ্টতাকে দায়ী না করে যেসব কারণে এ ধরনের সংশ্লিষ্টতাকে সন্দেহ করা হচ্ছে সে বিষয়গুলো ভারতের পক্ষ থেকে সুস্পষ্টভাবে উপস্থাপনের প্রয়োজন।
পাঠানকোট হামলার তদন্ত নিয়ে পাকিস্তানের করণীয় নির্ধারণ করা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকের পর উর্ধ্বতন এক কর্মকর্তা এ কথা জানান। তিনি বলেন, ‘দেশে বিদ্যমান আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুস্পষ্ট প্রমাণের প্রয়োজন।’
এর আগে, হামলাকারীদের ফোনালাপ যাচাইয়ের পর তার সঙ্গে পাকিস্তানি সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে পাকিস্তান কর্তৃপক্ষকে জানায় ভারত। আর সে তথ্য পাওয়ার পর পরই তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানায় পাকিস্তান। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেও এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন নওয়াজ।

ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ শুক্রবার দ্বিতীয় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এর আগে গত বৃহস্পতিবারও বৈঠক করেন নওয়াজ শরিফ। ওই বৈঠকেও তিনি সন্ত্রাসী হামলা তদন্তে ভারতের দেওয়া তথ্য-প্রমাণ যাচাই করে দেখার নির্দেশ দেন। সূত্র:  ডন

/এফইউ/