ডন

আফগানিস্তানে সংঘাত নিরসনে সরাসরি আলোচনার তাগিদ

ডনের প্রথম পাতাআফগানিস্তানের চলমান সংঘাত বন্ধ করতে জরুরি ভিত্তিতে সরকার ও তালেবানের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু করার তাগিদ দিয়েছেন চার দেশীয় সমন্বয় কমিটির নেতারা।
আফগান শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সোমবার  ইসলামাবাদে শুরু হওয়া চার জাতি সমন্বয় কমিটির প্রথম পর্যায়ের বৈঠকে এ তাগিদ দেওয়া হয়। বৈঠকে আফগানিস্তান ছাড়াও অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তান।
বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানের একতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে জরুরি ভিত্তিতে আফগান সরকারের প্রতিনিধি ও তালেবানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা হওয়া জরুরি।’
গত ৯ ডিসেম্বর আফগান ইস্যুতে হার্ট অব এশিয়া সম্মেলন চলার এক ফাঁকে চার দেশীয় সমন্বয় কমিটি গঠন করা হয়। সোমবার প্রথম পর্যায়ের বৈঠকের উদ্বোধন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।

বৈঠকে তালেবানদের আলোচনার টেবিলে নিয়ে আসতে চার দফা প্রস্তাব দিয়েছেন সারতাজ আজিজ। তাদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথাও বলেছেন তিনি।এ বৈঠকে অবশ্য তালেবানের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি।

আগামী ১৮ জানুয়ারি কাবুলে দ্বিতীয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেসময় শান্তি প্রক্রিয়ার ব্যাপারে রোডম্যাপ তৈরি করার কথা রয়েছে। সূত্র:ডন

/এফইউ/