টাইমস অব ইন্ডিয়া

ভারতে জনগণনার নতুন ফলাফল প্রকাশ

ভারতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে শতাংশের হিসেবে সংখ্যায় সবচেয়ে বেশি কম বয়সী মানুষ রয়েছে মুসলিম সমাজে।  মঙ্গলবার (১২ জানুয়ারি) প্রকাশিত ২০১১ সালের জনগণনার ফলাফলে উঠে এসেছে এমন তথ্য। 

টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা.
ওই জরিপের পরিসংখ্যান অনুযায়ী, মুসলমান সমাজের মানুষের মধ্যে ০-১৯ বছর বয়সীরা ৪৭ শতাংশ। হিন্দুদের মধ্যে ওই বয়সীরা ৪০ শতাংশ আর জৈনদের মধ্যে ২৯ শতাংশ। সব ধর্মের জনগোষ্ঠীকে একত্রে ধরা হলে শতকরা ৪১ ভাগের বয়সই ২০ এর নিচে, নয় ভাগের বয়স ৬০ এর ওপর এবং ৫০ ভাগের বয়স ২০ থেকে ৫৯ বছর।
ভারতের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জীবনচক্রে একটি সাধারণ প্রবণতা দেখা গেছে। তা হচ্ছে সন্তান সংখ্যা কমে যাওয়া ও বৃদ্ধ মানুষের সংখ্যাধিক্য।
কিন্তু মুসলিমদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী মানুষের হার শতকরা মাত্র ৬ দশমিক ৪ ভাগ যা জাতীয় হারের চেয়ে প্রায় ৫০ শতাংশ কম।
এ ছাড়া জৈন ও শিখদের মধ্যে ৬০ এর অধিক বয়সী বৃদ্ধদের হার শতকরা ১২ ভাগ যা জাতীয় হারের তুলনায় ৩০ শতাংশ বেশি।
/ইউআর/ বিএ/