ডন

বিদেশের মাটিতে সেনা মোতায়েন করবে না পাকিস্তান

সৌদি নেতৃত্বাধীন ৩৪ দেশীয় সন্ত্রাসবিরোধী জোটে অংশ নিলেও সৌদি আরব কিংবা অন্য কোনও দেশে স্থলসেনা পাঠাবে না পাকিস্তান। মঙ্গলবার ন্যাশনাল অ্যাসেম্বলির ফরেন অ্যাফেয়ারস বিষয়ক স্ট্যান্ডিং কমিটির এক ব্রিফিং-এ এ কথা বলা হয়। ডনের প্রথম পাতা
ক্যামেরার সামনে দেওয়া এই ব্রিফিং এ পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ বলেন,  ‘সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সৌদি আরবকে গোয়েন্দা সহায়তা দেবে পাকিস্তান।’
জোটভুক্ত রাষ্ট্রগুলোকে প্রতিরক্ষা প্রশিক্ষণ এবং সামরিক হার্ডওয়্যার সরবরাহের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সৌদি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পাকিস্তান সফর এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সেনা প্রধান রাহিল শরিফের মধ্যকার বৈঠকের একদিন পর এমন সিদ্ধান্ত জানানো হলো।
এর আগে পাকিস্তান এই কোয়ালিশনে অংশ নেওয়ার নিশ্চয়তা দিলেও, সে সময় এই অংশগ্রহণ কোন মাত্রায় হবে তা সৌদি আরবের সঙ্গে বিস্তারিত আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়।

/ইউআর/এফইউ/