নিউ ইয়র্ক টাইমস

চার বন্দি মার্কিনি আর তেহরানের অর্থনৈতিক অবরোধের মুক্তি



নিউইয়র্ক টাইমসের প্রথম পাতাছয় বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির শর্ত মেনে চলায় ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। চুক্তি বাস্তবায়নে ইরান প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জাতিসংঘের আণবিক শক্তি আইএইএ-এর তরফে ঘোষণা দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করা হয়। শনিবার ভিয়েনাতে আইএইএ-এ ঘোষণা দেয়। এরআগে চার ইরানীয়-আমেরিকানকে মুক্তি দেয় তেহরান
আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহারের ফলে ১শ বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেল বিক্রির সুযোগ ফিরে পেলো ইরান।
ভিয়েনাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জন কেরি বলেন,‘ইরান চুক্তি অনুযায়ী উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাৎক্ষণিকভাবে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করেছে। এতে ইরানি জনগণের জন্য সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে।’

গত বছর জুলাইয়ে ইরান ও বিশ্বের ছয় পরাশক্তির মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুসারে, ইরান নিজের স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম কমাতে রাজি হয়। যার অর্থ সেন্ট্রিফিউজের পরিমাণ কমানো, যা সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহারে কাজে লাগে। চুক্তির মূল বিষয় ছিল,  ইরান আগামী ১০ বছরে বোমা তৈরির জন্য যথেষ্ট উপাদান মজুত করতে পারবে না।

শনিবার অবরোধ প্রত্যাহারের আগে চার ইরানীয় আমেরিকানকে মুক্তি দেয় তেহরান। এদের মধ্যে একজন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জেসন রেজাইন। পরমাণু ইস্যুতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সম্ভাবনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয় তেহরান। রেজাইনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছিলো। সূত্র: নিউইয়র্ক টাইমস

/এফইউ/বিএ/