টাইমস অব ইন্ডিয়া

দলিত ছাত্রের আত্মহত্যায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী ও ভিসি

হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত শিক্ষার্থী রোহিত ভেমুলার আত্মহত্যার জন্য এক কেন্দ্রীয়মন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যন্সেলরসহ ছয়জনকে অভিযুক্ত করেছে পুলিশ। টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ ও চাপের মুখেই রোহিতের আত্মহননের বিষয়ে তৎপর হয় পুলিশ। তদন্তে বের হয়ে আসে কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয় ও ভিসি আপ্পা রাওয়ের নাম।    
বিষয়টি তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ে দুই সদস্যের এক দল পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি।
প্রসঙ্গত, রবিবার রাতে ছাত্রাবাসের কক্ষে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন পিএইচডি পর্যায়ের ছাত্র রোহিত ভেমুলা। রোহিত তার সুইসাইড নোটে কাউকে দায়ী না করে গেলেও তার মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।  
শিক্ষার্থীদের অভিযোগ, গত আগস্টের একটি ঘটনায় রোহিত-সহ আরও পাঁচ ছাত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে স্মৃতি ইরানিকে চিঠি লেখেন দত্তাত্রেয়। আর সেই চিঠির জেরেই তাঁদের সঙ্গে বৈষম্যমূলক ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন দত্তাত্রেয়।

/ইউআর/