দ্য স্টার

সন্ত্রাসীদের প্রবেশের কোনও সুযোগ নেই

দ্য স্টারের প্রথম পাতাসন্ত্রাসী হামলা ঠেকাতে বিমানবন্দর, রেলস্টেশন, সমুদ্রবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশ পথে নিরাপত্তা জোরদার করেছে মালয়েশিয়া। সোমবার জনসচেতনতামূলক একটি কর্মসূচির উদ্বোধনের পর দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনগণকে আশ্বস্ত করতে একথা জানান দেশটির পরিবহনমন্ত্রী দাতুক সেরি।
তিনি বলেন, ‘বিমান বন্দর, ট্রেন স্টেশন এবং জনবহুল এলাকাগুলোতে আমরা সবসময় কড়া নজর রাখছি। সেখানে আরও বেশ কিছু পর্যবেক্ষণ সরঞ্জামাদি মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় আমাদের নজরদারি অব্যাহত থাকবে।’
দাতুক সেরি জানান, জাকার্তা হামলার পর নিরাপত্তা আরও জোরদার করা হলেও মূলত গত বছর থেকে কড়া নজরদারি বজায় ছিল। কুয়ালালামপুরের জালান আলোরে হামলা হতে পারে এমন সতর্কতা পাওয়ার পর গত বছরই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।
সিরিয়ায় আইএসের হয়ে লড়াই করতে যাওয়া মালয়েশীয় নাগরিকদের উপর অভিবাসন বিভাগ নজর রাখছে জানিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানান দাতুক সেরি। সূত্র: দ্য স্টার

/এফইউ/