ডন

পাকিস্তানের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সৌদি আরব ও ইরান: নওয়াজ শরিফ

সৌদি আরব ও ইরান সফর শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জানিয়েছেন পাকিস্তানের মধ্যস্ততার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বৈরিতাপূর্ণ ওই দুই রাষ্ট্র। মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে বৈঠক শেষে পাকিস্তানি সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডনের প্রথম পাতা
নওয়াজ শরিফ বলেন, ‘দুই দেশের নেতাই তাদের মধ্যে দ্বন্দ্ব নিরসনে আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আমি তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি ও তাতে অত্যন্ত প্রেরণা বোধ করেছি। এটি একটি পবিত্র দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘সৌদি নেতারা আমাকে বলেছেন তারা ইরানকে শত্রু হিসেবে বিবেচনা করেন না। ইরানের দিক থেকেই একই ধরনের বক্তব্য পেয়েছি। তারাও সংঘাতপূর্ণ সম্পর্কের পক্ষপাতী নন।’
প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি দুই দিনের সফরে সৌদি আরব ও ইরান ভ্রমণ করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সেনাপ্রধান রাহেল শরিফ। সৌদি আরব ও ইরানের মধ্যে দ্বন্দ্ব নিরসনে মধ্যস্ততার লক্ষ্যে এই সফর করেন তারা।
/ইউআর/