টাইমস অব ইন্ডিয়া

ভারতে ইসলামিক স্টেট

ভারতে সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন আইএসের ( ইসলামিক স্টেট) কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। বুধবার ইসলামিক স্টেটের চার সদস্যকে গ্রেফতার করা হয়। টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা
পুলিশের দাবি, ১৯ থেকে ২৩ বছর বয়সী এই জঙ্গিদের সিরিয়া ও ইরাকের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এবং তারা ভারতের প্রজাতন্ত্র দিবসে নির্বাচিত কয়েকটি নগরীর বিপণী বিতানে হামলার পরিকল্পনা করছিলো।
পুলিশ সুত্র জানায়, ভারতে এই প্রথম কোন আইএস জঙ্গি গ্রেফতার করা হলো। ইন্টারনেট ব্যবহার করে হামলার প্রস্তুতির আলামতও পেয়েছে পুলিশ। ইতোমধ্যে নির্বাচিত বিপণী কেন্দ্রগুলো পরিদর্শনও করেছে তারা।
গ্রেফতারকৃতদের ১৫ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিপণীকেন্দ্রে হামলার কথা স্বীকার করেছে। তারা আরও জানায়, ব্যস্ত কাজের দিনে বোমা হামলা চালালে সর্বাধিক প্রাণহানির সম্ভাবনার কারণেই বিপণীকেন্দ্রগুলোকে বেছে নেওয়া হয়।

/ইউআর/বিএ/