টাইমস অব ইন্ডিয়া

কংগ্রেস-বিজেপির নেতাজি বিতর্ক উস্কে দিল 'নেহেরুর চিঠি'

ভারতের স্বাধীনতা ও ব্রিটিশবিরোধী আন্দোলনের যোদ্ধা নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে নজওহরলাল নেহেরুর এক চিঠিকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেসের মধ্যে। টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা
বিরোধী দল কংগ্রেসের দাবি, চিঠিটি জাল, সরকার সচেতনভাবেই বিতর্ক সৃষ্টি করার জন্য এই বানোয়াট চিঠিটি সামনে এনেছে, যেখানে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে ‘যুদ্ধাপরাধী’ বলা হয়েছে। অপরদিকে ক্ষমতাসীন বিজেপি বলছে, বিরোধী দলকে নেতাজির প্রতি অসম্মানজনক মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে।
কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মা বলেছেন, চিঠিটি ‘জাল এবং উদ্দেশ্যপ্রণোদিত।’
শনিবার নেতাজি সম্পর্কিত বেশ কিছু গোপন নথির মধ্যে ওই চিঠিটি পাওয়া যায়। তবে চিঠিটিতে নেহেরুর কোন স্বাক্ষর ছিল না। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলিকে লেখা ওই চিঠিটিকে জাল বলে মতামত দিয়েছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহও।
/ইউআর/বিএ/