দ্য স্টার

আইএসের হুমকিতে মালয়েশিয়া

আইএসের হুমকিতে রয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। সম্প্রতি দেশটিতে আইএস সন্দেহে সাতজনকে গ্রেফতারের পর এমন আশঙ্কা আরও জোরালো হয়ে উঠছে। সংগঠনটির দক্ষিণপূর্ব এশীয় শাখা মালয়ভাষী কাতিবা নুসানতারা’র মাধ্যমে তারা এ অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

The Star

সম্প্রতি মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা পরিকল্পনার অভিযোগে ওই সাতজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,গ্রেফতার হওয়া সবাই মালয়েশিয়ার নাগরিক। তাদের বয়স ২৬ থেকে ৫০ বছরের মধ্যে। গ্রেফতারকৃতদের কাছ থেকে গুলি,জিহাদি বই,আইএসের পতাকা ও প্রচারণা ভিডিও উদ্ধার করা হয়েছে।

মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক খালিদ আবু বকর বলেন,আটক সন্দেহভাজনরা মালয়েশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল।

তিনি বলেন,১৫ জানুয়ারি সন্দেহভাজন এক জঙ্গিকে আটক করে পুলিশ। ওই ব্যক্তি কুয়ালালামপুরে আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই বাকিদের আটক করা হয়।

এদিকে নিজ সদস্যদের গ্রেফতারের ঘটনায় মালয়েশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে আইএসের কাতিবা নুসানতারা শাখা। এক ভিডিওবার্তায় জঙ্গিরা বলেছে, তারা এর প্রতিশোধ নেবে।

/এমপি/বিএ/