দ্য হিমালয়ান টাইমস

চার মাস পর বিরগুঞ্জ সীমান্ত দিয়ে পণ্য আসছে নেপালে

nonameইউনাইটেড ডেমোক্রেটিক মাদেশি ফ্রন্টের প্রতিবাদের মুখে চারমাস বন্ধ থাকার পর রাক্সাউল-বিরগুঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে নেপালে পণ্য আসা শুরু হয়েছে। বিরগুঞ্জ কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, রাক্সাউলে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ সীমান্ত দিয়ে পণ্য নিয়ে আসার অনুমতি দিয়েছে।
কাস্টমস অফিসের মুখপাত্র সুশিল শর্মা জানান, গত এক সপ্তাহ ধরে কোনও প্রকার বাধা ছাড়াই নেপালে ভারত থেকে পণ্য আসছে। গত চার মাসে এখানে রাজস্ব আদায় শূন্যে নেমে এসেছিল। গত কয়েকদিন ধরে প্রতিদিন প্রায় ৪০ লাখ রুপি রাজস্ব আহরিত হচ্ছে।
জানা গেছে, রবিবারও পণ্যবাহী ট্রাক রাক্সাউল থেকে নেপালে প্রবেশ করেছে। দিনের বেলা ভারত থেকে অনুমতি পেয়ে ট্রাকগুলো নেপালে প্রবেশ করছে। এরপর রাতেই তা দেশের অন্যত্র চলে যাচ্ছে। এ সীমান্ত দিয়ে কাপড়, জুতা, স্লিপার, হার্ডওয়্যার ও প্লাস্টিক পণ্য নেপালে আসছে।

নেপালের ইউডিএমএফ গত পাঁচ মাস ধরে সংবিধানের বিরোধীতা করে আসছে। ২৪ সেপ্টেম্ব থেকে এই সীমান্তে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ফ্রন্টটি।

/এএ/