টাইমস অব ইন্ডিয়া

বর্জ্যের আগুনে মুম্বাইয়ে সর্বোচ্চ দূষণ

ভারতের মুম্বাইয়ে বর্জ্যের আগুনের তৃতীয় দিনে নগরীতে দূষণের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আগুনের পেছনে ষড়যন্ত্রের আভাস পাচ্ছে প্রশাসক। টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা
সূত্র জানায়, শনিবার মুম্বাইয়ের দূষণ এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী ৩১৮তে পৌঁছেছে। মুম্বাইয়ে সাধারণত দিওয়ালি ও নিউ ইয়ার্স ইভে দূষণ বেড়ে যায়। তবে বর্জ্যের আগুনের ফলে এই মাত্রা সর্বোচ্চ স্থানে পৌঁছেছে।
দিওনারের আশেপাশের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রঙ্কিওল ইনফেকশনের রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে বলে জানান চিকিৎসকরা।
এদিকে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস এই আগুনের পেছনে কোন ষড়যন্ত্র রয়েছে কিনা জানার জন্য মুম্বাইয়ের পুলিশ কমিশনারকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

/ইউআর/