টাইমস অব ইন্ডিয়া

শুধু জামিন চান না কানহাইয়া, গ্রেফতারকেও চ্যালেঞ্জ করবেন তিনি

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতা কানহাইয়া কুমারকে আরও তিন রাত কাটাতে হবে তিহার জেলে। শুক্রবার সুপ্রিম কোর্ট তার রিট আবেদন খারিজ করার পর সারাদিন চেষ্টা করেও তার পক্ষের আইনজীবীরা তার জামিনের কোন অগ্রগতি করতে পারেননি। 

টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা

কানহাইয়ার মামলা নিয়েই শিরোনাম করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া।  
আবেদন সামনের সপ্তাহে দিল্লি হাইকোর্টে কানহাইয়ার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে কানহাইয়ার প্রসঙ্গে কঠোর সমালোচনা করেন হাইকোর্ট বেঞ্চ। তারা বলেন, ' যখনএকজন এমএলএ কে সহিংসতার জন্য গ্রেফতার করা হয়, তাকে কি স্বাভাবিক পরিস্থিতি বলা যায়? এই মামলায় অভিজুক্তকে স্বাভাবিক পদ্ধতিতে আদালতে হাজির করা সম্ভব নয়'

তারা আরও বলেন,  ‘এ কথা স্বীকার করতে আমাদের কোন দ্বিধা নেই যে পাটিয়ালা হাউজ আদালত জামিনের জন্য আবেদনের উপযুক্ত স্থান নয়।’  








কানহাইয়ার আইনজীবীরা জানান, তারা শুধু কানহাইয়ার জামিনের জন্যই আবেদন করবেন না বরং তার বিরুদ্ধে করা এফআইআরকেও চ্যালেঞ্জ করবেন আদালতে।   

/ ইউআর/