টাইমস অব ইন্ডিয়া

হরিয়ানায় বাড়ছে নিহতের সংখ্যা, হামলার শিকার প্রশাসন

হরিয়ানায় নিম্নবর্গের মানুষের কোটা বরাদ্দের দাবিতে আন্দোলনে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ ও সেনা মোতায়েন করা হয়েছে। এই আন্দোলনের ক্রমবর্ধমান অস্থিরতা ও সর্বশেষ তথ্য নিয়ে শিরোনাম করেছে টাইমস অব ইন্ডিয়া।

Capture

শুক্রবার পর্যন্ত সর্বমোট ৯ জনের মৃত্যু ছাড়াও আরও অন্তত ৮০ জন আহত হয়েছে সংঘর্ষে। শনিবার বিকেলের মধ্যে রোহতক, গোহানা ও ঝাঝরসহ বেশ কয়েকটি স্থানে কারফিউ জারি করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে প্রশাসন।

এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিড় উদ্ভব হয়েছে ঝাঝরে। সেখানে বিক্ষোভকারীরা একটি ইলেকট্রিসিটি সাব স্টেশনে আগুন ধরিয়ে দেয় ও সেনাবাহিনীকে আক্রমণ করে।

এছাড়াও হরিয়ানাড় কৃষিমন্ত্রী ওম প্রকাশ দাঙ্কার ও কংগ্রেসের এমএলএ গীতা ভুক্কালের বাসভবন আক্রমণ করে বিক্ষোভকারীরা।

রোহতকে ভিটা দুগ্ধ প্রকল্পে আগুন ধরানোরও চেষ্টা করে আন্দোলনকারীরা। রোহতকে দূতি সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়াও ব্যক্তিগত মালিনাকাধীন বেশ কিছু দোকানপাটও বিক্ষোভকারীদের রোষের শিকার হয়েছে। এ পর্যন্ত এই আন্দোলনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০ কোটি রুপির সমপরিমাণ বলে ধারণা করা হচ্ছে।

/ইউআর/