টাইমস অব ইন্ডিয়া

সামনের অধিবেশনেই কোটা বিল তোলার প্রতিশ্রুতি বিজেপির

ক্রমবর্ধমান চাপ ও আন্দোলনের মুখে সংসদের সামনের অধিবেশনেই জাট কোটা বিল উত্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার। বিজেপি সরকারের এই সিদ্ধান্ত নিয়েই আজকের প্রধান শিরোনাম করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

বিজেপি প্রধান অমিত শাহ এ বিষয়ে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মন্ত্রী এম ভেনকাইয়ার সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে এই কোটা বাস্তবায়ন সম্পর্কে নানা দিক আলোচনা করা হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা

হরিয়ানার বিজেপির ভারপ্রাপ্ত সেক্রেটারি অনিল জেইন বলেন, ‘রাজ্য সরকার আগামী অধিবেশনেই এই বিল উত্থাপন করবেন।হরিয়ানায় সরকার গঠিত হওয়ার পর থেকেই বিজেপি এই বিষয়টিকে বিবেচনায় রেখেছে।’

জাতীয় সংকট ব্যবস্থাপনা কমিটি হরিয়ানার ক্যাবিনেট সেক্রেটারি পিকে সিনহার সঙ্গে বৈঠক করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেছে। এই আন্দোলনে ক্ষয়ক্ষতির হিসাব করা ও দিল্লির পানি সরবরাহ নিশ্চিত করাই ছিল এই আলোচনার অন্যতম প্রধান দিক।

এদিকে, জাট সম্প্রদায়ের সংগঠন জাট সংহর্ষ সমিতির প্রধান জয়পাল সিং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে এক বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে আন্দোলন সমাপ্ত করার আহ্বান জানান তিনি।

/ইউআর/